বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি নবসৃষ্ট উপজেলা এবং সুপ্রাচীন জনপদ। ৩আগস্ট ২০১০ সালে ৪৮২তম উপজেলা হিসাবে এর প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। ইতঃপূর্বে এ উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্তর্ভুক্ত থাকলেও তিতাস নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় এর একটি ভিন্ন ধর্মী আবহ ও আমেজ রয়েছে। তিতাস বিধৌত এই উপজেলার আয়তন ২২১.১৭ বর্গকি.মি. । ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হতে সড়কপথে এর দুরুত্ব ৩৫ কিমি। এর উত্তরে নাসিরনগর উপজেলা, পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা, দক্ষিণে আখাউড়া উপজেলা এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
কৃষিই হচ্ছে এখানকার মানুষের জীবিকা নির্বাহের মূল উপজীব্য এবং অর্থনীতির মূল চালিকাশক্তি। ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় হাওর, সমতল ভূমি এবং ছোট পাহাড় এই তিনধরনের ভূমি রূপ রয়েছে। এটিই এই উপজেলার অনন্য বৈশিষ্ট্য। হাওর ও সমতল ভূমিতে যেমন ধান ও সবজি চাষের আধিক্য রয়েছে ঠিক তেমনি পাহাড়ি অঞ্চলগুলোতে রয়েছে ফল চাষের অপার সম্ভাবনা। আর সেই সম্ভাবনা ও আনুকূল পরিবেশকে পুঁজি করেই আমাদের সম্প্রসারণ কর্মীগণ এই অঞ্চলগুলোতে বিভিন্ন রকমের ফল যেমন মাল্টা, লেবু, লিচু, কাঁঠাল, বারমাসি আম, লটকন, ড্রাগন, আনারস, বড়ই ইত্যাদির সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই চেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে নিকটভবিষ্যতে এই অঞ্চল গুলো ফলচাষের জন্য অন্যতম প্রসিদ্ধ স্থান হয়ে উঠবে। ইতোমধ্যেই বিজয়নগরের লিচুও মাল্টা দেশ ব্যাপী পরিচিতি ও সুনাম পেয়েছে। হাওর অধ্যুষিত কিছু ইউনিয়নে উন্নত জাতের ধান চাষের পাশাপাশি বারমাসি সবজি বিশেষ করে কুমড়াজাতীয় সবজি চাষে কৃষকেরা আগ্রহ দেখাচ্ছে। অনেক অনাবাদি জমি চাষের আওতায় আসছে এবং শস্যবিন্যাসে ও পরিবর্তন দেখা যাচ্ছে। যার ফলে শস্যের নিবিড়তা দিনদিন বৃদ্ধি পাচ্ছে এবং নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে।
এক নজরে উপজেলা কৃষি বিষয়ক তথ্য
সাধারণতথ্যঃ
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিজয়নগর সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নতুন ফল, ফসল ও ফসলের জাত এবং নতুন প্রযুক্তি সম্প্রসারণ অব্যাহত রেখেছে যা একটি চলমান প্রক্রিয়া।
অত্র কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ২৮ জন।
১) উপজেলা কৃষি কর্মকর্তা-১জন।
২) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা-১জন
৩) উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা-১জন
৪) উপসহকারী কৃষি কর্মকর্তা-২০ জন (১জন ডিডি অফিসে প্রেষণে)
৫) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১জন
৬) অফিস সহায়ক-১জন
৭) নিরাপত্তা প্রহরী-১জন
৮) পরিচ্ছন্নতা কর্মী-১ জন (প্রেষণে সদর অফিস)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS